শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

আমাকে টাকা দিয়ে কেনার মতো কারও জন্ম হয়নি : আসাদউদ্দীন ওয়াইসি

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন এর প্রধান আসাদউদ্দীন ওয়াইসি বলেছেন, আমাকে টাকা দিয়ে কিনতে পারে, এমন কারও জন্ম হয়নি।

মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, বাংলার মুসলিম ভোট কাটতে হায়দরাবাদ থেকে রাজনৈতিক দল আনতে কোটি কোটি টাকা খরচ করছে বিজেপি।

এ কথার জবাবেই ওয়াইসি বললেন, ‘আসাদউদ্দীন ওয়াইসিকে কেনার মতো কারও জন্ম হয়নি এখনও।’ লোকসভার সাংসদ এও বললেন, মুসলিম ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের সম্পত্তি নয়।

সাম্প্রতিক বিহার বিধানসভা নির্বাচনে ভাল ফল করেছে এআইএমআইএম। আগামী বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে লড়ার ঘোষণা করেছে তারা।

দলের প্রধান ওয়াইসি বলছেন, ‘মমতার অভিযোগ ভিত্তিহীন, তাঁর মাথা খারাপ হয়ে গেছে। তাঁর দলের এত লোক বিজেপিতে যোগ দিচ্ছে, এখন তাঁর ঘর সামলানোর কথা। বিহারে যারা আমাদের ভোট দিয়েছেন তাঁদের অপমান করেছেন মমতা।’

পশ্চিমবঙ্গ লাগোয়া বিহারের সীমাঞ্চল এলাকায় মুসলিম অধ্যুষিত অঞ্চলে পাঁচটি আসন দখল করেছে এআইএমআইএম।

মঙ্গলবার, জলপাইগুড়ির এক জনসভায় বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, মুসলিম ভোট ভাগ করতে হায়দরাবাদ থেকে দল আনতে কোটি কোটি খরচ করছে বিজেপি। প্ল্যান হল, বিজেপি হিন্দু ভোট তুলবে আর হায়দরাবাদের পার্টি মুসলিম ভোট কাটবে।

এই পার্টি (এআইএমআইএম) বিজেপির ‘বি-টিম’ বলে অভিযোগ করেন মমতা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img