শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

জাতিসংঘ অধিবেশনে টিকা ছাড়াই অংশগ্রহণ ব্রাজিলিয়ান প্রেসিডেন্টের

বিশ্বনেতারা নিউইয়র্কে পৌঁছাতে শুরু করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে। এরই মধ্যে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ সরকারপ্রধানদের টিকার সনদপত্র দেখানোর দাবি জানালেও জাতিসংঘের নিয়মবিরোধী হওয়ায় তা আর বাস্তবায়িত হয়নি। তাই টিকা ছাড়াই ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জেইর বোলসোনারোও অধিবেশনে অংশগ্রহণ করতে পারছেন।

করোনার কারণে গত বছরের অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল পুরোপুরি ভার্চুয়ালি। এবারও সংক্রমণ শতভাগ নিয়ন্ত্রণে না আসায় জাতিসংঘের এক-তৃতীয়াংশ সদস্য দেশ ভিডিওবার্তা পাঠানোর মাধ্যমে অংশ নিতে পারে। তবে বাকি সদস্য দেশগুলোর প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা পররাষ্ট্রমন্ত্রীরা সশরীরেই হাজির থাকবেন নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন যেন করোনার ‘সুপার স্প্রেডার’ অনুষ্ঠান না হয়ে ওঠে, এ জন্য বিশ্বনেতাদের নিউইয়র্কে যাওয়া আটকানোর চেষ্টা করেছিল মার্কিন প্রশাসন। যদিও দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন নিজেই সশরীরে অধিবেশনে যোগ দেবেন। ক্ষমতাগ্রহণের পর জাতিসংঘে এটাই প্রথমবারের মতো পা রাখতে চলেছেন তিনি।

ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশনে যোগদানের জ্ন্য নিয়র্ক পৌঁছেছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img