শনিবার, এপ্রিল ২০, ২০২৪

মুফতী যুবায়ের আহমাদের সন্ধান চেয়ে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

ইসলামী দাওয়াহ ইন্সটিটিউট, মান্ডার প্রিন্সিপাল ও বিশিষ্ট দাঈ মুফতী যুবায়ের আহমাদ নিখোঁজ রয়েছেন জানিয়ে তার সন্ধান চেয়েছেন পরিবারের সদস্যরা।

সোমবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে তার সন্ধান চায় পরিবার। এতে মুফতী যুবায়ের আহমাদের স্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দিনাজপুরের বাসিন্দা মুফতী যুবায়ের আহমাদ উত্তরবঙ্গে বেশ কিছু মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। করোনাকালে এসব মাদ্রাসা বন্ধ হওয়ার পর নতুন করে সেগুলো কীভাবে চালু করা যায় সে বিষয়ে আলোচনার জন্য এলাকায় গিয়েছিলেন তিনি। সেসব মাদ্রাসা পরিদর্শন শেষে গত ১৭ সেপ্টেম্বর বিকাল ৫টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তিনি তার স্ত্রীকে কল করে জানান যে, তার আসতে কিছুটা দেরি হতে পারে। এরপর থেকেই তার ফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানায় পরিবার।

পরিবার বলছে, মুফতী যুবায়ের আহমাদ কোনো রাজনৈতিক দল, মত, বিশৃঙ্খলা বা রাষ্ট্রবিরোধী কাজের সঙ্গে জড়িত নন। তার কোনো বক্তব্যে কিংবা লেখায় কোনো প্রকার উস্কানিমূলক, দেশ বা সরকার বিরোধী কিছু খুঁজে পাওয়া যাবে না।

ইতোমধ্যে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে জানিয়ে পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, তারা প্রথমে তুরাগ থানায় অভিযোগ করতে গেলে সেখান থেকে বিমানবন্দর থানায় পাঠানো হয়। বিমানবন্দর থানা থেকে বলা হয়, ২৪ ঘণ্টার আগে কোনো রিপোর্ট হবে না। ২৪ ঘণ্টা পর গেলে থানা থেকে জানানো হয়, ভালো করে খোঁজ করতে থাকেন।

মুফতী যুবায়ের আহমাদের স্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি যে, তিনি যেন আমার নিরপরাধ স্বামীকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশ দেন। আমরা পারিবারিকভাবে অনেক দুশ্চিন্তার মধ্যে আছি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img