মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

দিল্লিতে পৌছালেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী; বৈঠক করবেন মোদির সাথে

প্রথম বারের মতো তিনদিনের সফরে ভারতে পৌছেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। এ সফরে তিনি ভারতের বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করসহ দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাত করবেন।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রিন্স ফয়সাল বিন ফারহান নয়াদিল্লিতে এসে পৌঁছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরিন্দম বাগচী এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সৌদি আরবে পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আজ (শনিবার) সন্ধ্যায় নয়াদিল্লিতে এসে পৌঁছেছেন।

নয়াদিল্লির বিমানবন্দরে প্রিন্স ফয়সালকে অভ্যর্থনা জানান সৌদিতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত আওসাফ সায়িদ। এ সময় তাঁকে উষ্ণ শুভেচ্ছা দেওয়া হয়।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সাথে মোদিসহ অন্যান্য ব্যক্তিদের সাথে বৈঠকে আফগানিস্তানের পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img