শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার আরো ৬৬ জন

মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যসহ ৬৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এ সময় এক হাজার ২৩৬ পিস ইয়াবা, ৩০২ গ্রাম ৮ পুরিয়া হেরোইন, ২৬৬ ক্যান বিয়ার, ৭০ কেজি ১০০ গ্রাম ওজনের ১৪৪ পুরিয়া গাঁজা ও ২৮০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

গতকাল শনিবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে আজ রবিবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল শনিবার ভোর ৬টা থেকে আজ রবিবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ২৩৬ পিস ইয়াবা, ৩০২ গ্রাম ৮ পুরিয়া হেরোইন, ২৬৬ ক্যান বিয়ার, ৭০ কেজি ১০০ গ্রাম ওজনের ১৪৪ পুরিয়া গাঁজা ও ২৮০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

ফারুক হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৪৬টি মামলা হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img