বুধবার, মে ৩১, ২০২৩

বাংলায় বিজেপির কোনও ভবিষ্যত নেই, ভারতে আর থাকবে না: ফিরহাদ হাকিম

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, বাংলায় বিজেপির কোনও ভবিষ্যত নেই, আস্তে আস্তে ভারতবর্ষে আর থাকবে না।

রবিবার (১৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে এ কথা বলেন তিনি।

বিজেপির উদ্দেশে তিনি বলেন, অনেক মানুষকে কিছুদিনের জন্য বোকা বানানো যায়, কিন্তু সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানানো যায় না। একটা উন্মাদের দল। তাঁদের দিয়ে দেশ চলতে পারে না। সেটা যারা উপলব্ধি করছে তাঁরা বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আসছে।

তিনি আরও বলেন, বিভাজনের রাজনীতিই বিজেপি করে। আমি যেখান থেকে রেকর্ড ভোটে কাউন্সিলর পদে জিতেছি, সেখানে শুধু সংখ্যালঘু থাকেন না, সব জাতির মানুষই থাকেন। সাধারণ মানুষ নিজের মনে করেন। আমার নাম ফিরহাদ হাকিম বলে বিজেপি স্ট্যাম্প দেওয়ার চেষ্টা করে। কিন্তু এটা কখনও সফল হবে না। বিভেদমূলক মানসিকতা নয়, মানুষের পাশে থেকে মানুষের মন জয় করা যায়।

সূত্র: পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img