বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

সিরিয়ায় বাশারের মদদদাতা পুতিনের সাথে শান্তি প্রতিষ্ঠায় বৈঠক করবেন এরদোগান

সিরিয়া যুদ্ধে দেশটির সুন্নি মুসলিমদের গণহত্যার খলনায়ক ও স্বৈরশাসক বাশার আল আসাদকে পুরোপুরি সামরিক সহায়তা করছে রাশিয়া। এ যুদ্ধে নিহত হয়েছে প্রায় পাঁচ লাখ মানুষ। যুদ্ধের ভয়াবহতায় ৪৫ শতাংশ সিরীয় প্রাণ বাঁচাতে দেশ ত্যাগ করছে। তারমধ্যে ৪০ লাখ সিরীয় শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে তুরস্কে। তুরস্কের রজব তাইয়েব এরদোগান সরকার সিরীয় জনগণকে নিজ দেশে ফেরার নিরাপদ পরিবেশ তৈরি করতে দেশটিতে সেনা মোতায়েন করেছেন।

যুদ্ধে সুন্নি মুসলিমদের গণহত্যার খলনায়ক বাশার আল আসাদের মদদদাতা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে এবার শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বৈঠকে বসতে চলেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।

জানা গেছে, চলতি মাসের শেষের দিকে রাশিয়ার সোচি শহরে তাদের বৈঠকে বসার কথা রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তুরস্কের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

তুরস্কের ওই কর্মকর্তারা বলেন, রুশ প্রেসিডেন্ট এবং এরদোগান আলোচনা করবেন সিরিয়ার বিদ্যমান পরিস্থিতি নিয়ে। সিরিয়ার ইদলিব নিয়ে তারা কথা বলবেন।

রাশিয়া সবসময় চেষ্টা করছে পুরো সিরিয়ায় যেন শিয়ামতাদর্শী আসাদ বাহিনীর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়। আসাদের শুরু করা এ গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছে প্রায় পাঁচ লাখ মানুষ। এই সংখ্যা জাতিসংঘ ঘোষিত সংখ্যার দ্বিগুণ। এর বাইরে বাস্তুচ্যুত হয়েছে ৪৫ শতাংশ সিরীয়।

সিরিয়া যুদ্ধে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি বিষয়ে গবেষণা প্রতিষ্ঠান ‘সিরিয়ান সেন্টার ফর পলিসি রিসার্চের (এসসিপিআর)’ একটি প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে এসেছে। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের বিভীষিকায় পড়ে সিরিয়ার জাতীয় সম্পদ ও অবকাঠামো প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। নিহত হয়েছে ৪ লাখ ৭০ হাজার লোক।

প্রতিবেদনে নির্দিষ্ট করে আহত ব্যক্তির সংখ্যা বলা হয়েছে ১৯ লাখ। যুদ্ধ শুরুর আগে ২০১০ সালে সিরিয়ার মানুষের গড় আয়ু যেখানে ছিল ৭০ বছর, সেটাই ২০১৫ সালে নেমে দাঁড়ায় ৫৫ বছর ৪ মাসে। দেশটির অর্থনীতির সার্বিক ক্ষতির পরিমাণও নিতান্ত কম নয়, আনুমানিক ২৫ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার। এসসিপিআরের মতে, নিহত ৪ লাখ ৭০ হাজার লোকের মধ্যে প্রায় ৪ লাখই মারা গেছে যুদ্ধের প্রত্যক্ষ সহিংসতার শিকার হয়ে। বাকি ৭০ হাজার মারা গেছে চিকিৎসাসেবা ও ওষুধের ঘাটতিতে, সংক্রামক ব্যাধিতে, খাবার ও পানির অভাবে।

এদিকে এক বক্তব্যে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তুরস্কে আশ্রয় নেওয়া সিরিয়ান শরণার্থীদের জন্য কোনো ধরণের আর্থিক সহযোগিতা দেয়নি। তুরস্কে ৪০ লাখ শরণার্থী রয়েছে, ইউরোপীয় ইউনিয়ন সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়ার পরও কোনো সহযোগিতা দেয়নি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img