বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

ইসলাম গ্রহণ করে নিজেকে ভাগ্যবতী ভাবছেন জার্মান তরুণী মারফিনা

ইসলাম গ্রহণ করেছেন জার্মানের রাজধানী বার্লিনের বাসিন্দা মারফিনা আলিলি নামের এক জার্মান তরুণী। উত্তর মেসিডোনিয়ার রাজধানী স্কোপিয়ার আঞ্চলিক মুফতি শায়খ ড. কেনান ইসলামাইলের অফিসে তিনি ইসলাম গ্রহণ করেন।

শনিবার (১৮ জানুয়ারি) শায়খ ড. কেনান ইসলামাইল নিজের ফেসবুক পেইজে মারফিনা আলিলির ইসলাম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

মেসিডোনিয়ান-আলবেনিয়ান বংশোদ্ভূত এক যুবককে বিয়ে করেছেন তিনি। স্বামীর কাজের সূত্রে থাকেন জার্মানিতে। তার স্বামী বেশ কয়েক বছর ধরে এখানে চাকরি করেন।

মারফিনা তার ইসলাম গ্রহণের বিষয়ে ড. কেনান ইসলামাইলের সাথে আলাপ করেছেন। তিনি জানিয়েছেন, ইসলাম গ্রহণ এবং ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে তিনি নিজেকে খুব ভাগ্যবতী মনে করছেন।

সূত্র : মুসলিম অ্যারাউন্ড দ্যা ওয়ার্ল্ড

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img