বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েছে

গত ২৪ ঘন্টায় বিশ্বে মহামারি করোনাভাইরাসের সংক্রমণে দৈনিক মৃত্যু এবং শনাক্তের সংখ্যা বেড়েছে। এসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ১১২ জন। যা আগের দিনের তুলনায় প্রায় ২ হাজার বেশি মানুষের মৃত্যু বেশি হয়েছে। এ নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫১ লাখ ২৯ হাজার ২২৫ জনে।

বুধবার (১৭ নভেম্বর) সকাল পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

একই সময় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আরও ৪ লাখ ৮৪ হাজার ৮১২ জন আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। যা আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ৮৪ হাজারের বেশি। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ কোটি ৫০ লাখ ৫৬ হাজার ৫৯৮ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি হয়েছে আমেরিকায়। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৮৫৯ জন এবং মারা গেছেন ১ হাজার ২৫০ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৪০ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৬ হাজার ৮১৮ জন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img