শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

সংস্কৃতির অবক্ষয় রোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

“বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন ও জাতীয় সংস্কৃতির অবক্ষয় রোধে আমাদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ নভেম্বর মঙ্গলবার রাজধানী একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাগ্রত কবি মুহিব খান।

রংধনুর শিল্পীগোষ্ঠীর পরিচালক মাঈনুদ্দীন ওয়াদুদ এর সঞ্চালনায় শুরুতেই কোরআন তিলাওয়াত করেন ক্বারী সাইদুল ইসলাম আসাদ। সংগীত পরিবেশন করেন শিল্পী আল আমীন সাকী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন দাবানল শিল্পীগোষ্ঠীর পরিচালক কাউসার আহমাদ সুহাইল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বরশৈলির প্রতিষ্ঠাতা পরিচালক শাহ ইফতেখার তারিক, কলরবের প্রধান পরিচালক রশিদ আহমদ ফেরদৌস, সুরেলা কালচারাল একাডেমীর পরিচালক কবি রিয়াদ হায়দার, কলরবের যুগ্ননির্বাহী পরিচালক মোহাম্মদ বদরুজ্জামান, সবার খবর এর সম্পাদক আবদুল গাফফার, সিনিয়র গীতিকার আব্দুল কাদের হাওলাদার, খন্দকার হুসাইন আহমাদ প্রমুখ।

বক্তারা বলেন, সারাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা সাংস্কৃতিক কর্মীদের সুষ্ঠু পরিচালনার জন্য একটি নীতিমালাসহ সুদূরপ্রসারী পরিকল্পনা করে সামগ্রিক চিন্তায় জাতীয় পর্যায়ে একটি সংঘ তৈরি করা সময়ের অপরিহার্য দাবী। সময়ের এই প্রয়োজন পূরণে উপস্থিত সবাই একাত্মতা পোষন করেন।

আরো বক্তব্য রাখেন, মানজিল কর্ণধার মাওলানা জামাল মাসরুর, ক্রাফট স্টুডিওর সত্ত্বাধিকারী আবৃত্তিকার নেসার আহমাদ, বিনোদন শিল্পী মহিউদ্দিন হাসান খান, আবৃত্তিকার মুহিব ইমতিয়াজ, নবরবির পরিচালক ইউসুফ বিন মুনির, শিল্পী মাহমুদ হুযায়ফা, শেখ এনামুল হক, ইখতিয়ার হোসাইন, সালমান হাবীব, মাসুম বিন মাহবুব, হুজাইফা আল মাহদী, ওমর ফারুক বেলালী, আনওয়ার ইব্রাহীম ও তাহসান ইসলাম হান্নান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দাবানলশিল্পী দেলোয়ার হোসাইন, রবিউল ইসলাম রবি, সালেহ আহমাদ, তালহা বিন ফেরদৌস , নজরুল ইসলাম, উমায়ের আহমাদ প্রমুখ।

সিনিয়র সংগীত শিল্পী মুফতী আনিস আনসারীর দুআর মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img