শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

বৃটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের বাবার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

কপ২৬ সম্মেলন, বাজেট, নারী ও শিশু নির্যাতনসহ বেশ কিছু ইস্যুতে বৃটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে জিজ্ঞাসাবাদ করবে তার দেশের সংসদ সদস্যরা। ওই জিজ্ঞাসায় তার বাবা স্ট্যানলি জনসনের বিরুদ্ধে উঠা যৌন হয়রানির অভিযোগ নিয়েও প্রশ্ন করা হবে।

বুধবার (১৭ নভেম্বর) তাকে প্রশ্নের মুখোমুখি করার কথা রয়েছে।

বৃটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন স্ট্যানলি জনসনও একসময় কনজারভেটিভ পার্টির রাজনীতি করেছেন। ইউরোপিয়ান সংসদের সদস্য ছিলেন। বিশ্বব্যাংকে ও ইউরোপিয়ান কমিশনেও তিনি দায়িত্ব পালন করেছেন। পরিবেশ ও জনসংখ্যা বিষয়ে বই লিখেছেন তিনি।

২০০৩ সালে সাবেক মন্ত্রী ও জ্যেষ্ঠ সাংবাদিককে অযাচিতভাবে স্পর্শ করেছিলেন এমন অভিযোগ উঠেছে।

বরিস জনসন নির্দিষ্ট অভিযোগের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করলেও বলেছেন, যদি কেউ মনে করেন হয়রানির শিকার হয়েছেন তারা যেন অভিযোগ স্বতস্ফূর্তভাবে অভিযোগ জানান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img