শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

৩ হাজার সদস্যকে বরখাস্ত করলো তালেবান

মার্কিন বাহিনীর সাথে দীর্ঘ ২০ বছর যুদ্ধের পর আফগানিস্তানে নিজেদের শাসন প্রতিষ্ঠা করেছে তালেবান। তালেবান ক্ষমতায় এসেই দেশের নিয়ম শৃঙ্খলা ও ইসলামি আইনের প্রতি বিশেষ নজর স্থাপন করে। এরই ধারাবাহিকতায় নিজেদের সংগঠনের কিছু সদস্যদের মধ্যে দোষ পাওয়ায় তাদের বরখাস্তের ঘোষণা দিয়েছে তালেবান।

জানা যায়, তাদের অনেকের অপরাধমূলক কাজের সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ নিয়ে যাচাই-বাছাই শেষে প্রায় তিন হাজার সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

গত শনিবার (১৫ জানুয়ারি) তালেবান সরকারের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

এখন পর্যন্ত দুই হাজার ৮৪০ জনকে বরখাস্ত করা হয়েছে বলে জানান আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্যানেলপ্রধান লতিফুল্লাহ হাকিমি।

তিনি বলেন, তারা ইসলামিক আমিরাতের বদনাম করছিল। যাচাই প্রক্রিয়ার মাধ্যমে তাদের সরিয়ে দেয়া হয়েছে, যাতে আমরা ভবিষ্যতে পরিচ্ছন্ন একটি সেনা ও পুলিশ বাহিনী গড়ে তুলতে পারি।

সূত্র: এএফপি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img