রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনকে আরও এক বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র।
গতকাল (১৫ জুন) বুধবার এই ঘোষণা দেওয়া হয়েছে।
সংবাদ মাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, নতুন এই অস্ত্রসহায়তার মধ্যে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (ব্যবস্থা) তথা হিমার্স-এর জন্য গোলাবারুদ, চারটি কৌশলগত সামরিক যান, খুচরা যন্ত্রাংশ ও অন্যান্য সরঞ্জাম। এছাড়াও দু’টি হারপুন উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হচ্ছে। পাশাপাশি ইউক্রেনীয় সেনাদের মধ্যে যোগাযোগের জন্য হাজার হাজার সুরক্ষিত রেডিও, নাইট ভিশন ডিভাইস, থার্মাল সাইট এবং অন্যান্য অপটিক্স।
ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক গত সোমবার জানিয়েছেন, রাশিয়ান সেনাদের রুখে দিতে তার দেশের আরও এক হাজার হাউইটজার, ৫০০ ট্যাঙ্ক, এক হাজার ড্রোন এবং আরও ভারী অস্ত্র। অন্যদিকে, প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, তার দেশের আরও আধুনিক ক্ষেপণাস্ত্র-বিরোধী সিস্টেমের প্রয়োজন।
সূত্র : আল-জাজিরা