বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

মহানবী (সা.)-এর কটূক্তিকারীদের বিরুদ্ধে প্রস্তুত থাকা ঈমানী দায়িত্ব: বিপ্লব

বেলাব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আহসান হাবীব বিপ্লব বলেছেন, মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কটূক্তিকারীদের বিরুদ্ধে প্রস্তুত থাকা ঈমানী দায়িত্ব।

বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ১১টায় বেলাব উপজেলা পরিষদ মাঠে ভারতের বিজেপি নেতা কর্তৃক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আয়িশা ছিদ্দীকা (রাযি.) -কে নিয়ে কটূক্তির প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

বিপ্লব বলেন, মহানবী সা. আমার কলিজা, আমার অস্তিত্ব। আমার নবীর বিরুদ্ধে যারা কটাক্ষ করবে,
কুরুচিপূর্ণ কথা বলবে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতেই থাকবো। যত বড় শক্তিশালী রাষ্ট্রই হোক না কেন।

তিনি বলেন, বিজেপির মুখপাত্র নূপুর শর্মার দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত আমরা মৃত্যুকে উপেক্ষা করে প্রতিবাদ চালিয়ে যাবো।

এ সময় উপস্থিত ছিলেন চর বেলাব ফাজিল ডিগ্রি মাদরাসার প্রিন্সিপাল মুফতী শফিকুর রহমান, মুফতী ওমর ফারুক, মাওলানা হাফিজ উদ্দীন বায়েজিদ, মুফতী মকবুল হোসাইন প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img