শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

করোনা: বিশ্বে মৃত্যু ৪৬ লাখ ৫৮ হাজার, শনাক্ত ২২ কোটি ৬৩ লাখ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গোটা বিশ্বে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৬ লাখ ৫৮ হাজারের বেশি মানুষের। একইসঙ্গে শনাক্ত হয়েছে ২২ কোটি ৬৩ লাখের বেশি।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে জনস হপকিনস ইউনিভার্সিটির করোনা রিসোর্স সেন্টার এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ২২ কোটি ৬৩ লাখ ২১ হাজার ৪১৪ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ৪৬ লাখ ৫৮ হাজার ২৬৭ জন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু আমেরিকায়। দেশটিতে শনাক্ত হয়েছে ৪ কোটি ১৫ লাখ ৩৫ হাজার ৬৬৬ জন এবং মারা গেছে ৬ লাখ ৬৬ হাজার ৫৯৮ জন।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৩ লাখ ১৬ হাজার ৭৫৫ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৪৩ হাজার ৪৯৭ জন। মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে শনাক্ত হয়েছে ২ কোটি ১০ লাখ ৩৪ হাজার ৬১০ জন এবং মারা গেছেন ৫ লাখ ৮৮ হাজার ৫৯৭ জন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img