শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি ফজলুল হক মৃত্যুবরণ করেছেন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়া ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

ফজলুল হক আছপিয়া বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। সুনামগঞ্জ-৪ আসন (সদর ও বিশ্বম্ভরপুর) থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

তিনি ১৯৩৯ সালের ১১ নভেম্বর জন্মগ্রহণ করেন। সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৫৫ সালে এসএসসি পাস করে সুনামগঞ্জ সরকারি কলেজে ভর্তি হন। সেখান থেকে ১৯৫৭ সালে এইচএসসি পাস করে করে সিলেট এমসি কলেজে উচ্চ শিক্ষার জন্য ভর্তি হন। এমসি কলেজ থেকে ১৯৬০ সালে ডিগ্রি পাস করেন তিনি। পরে ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করে ১৯৬৬ সালে সুনামগঞ্জ জর্জ কোর্টে আইন পেশায় যুক্ত হন।

সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল বলেন, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ একমাস বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টায় সুনামগঞ্জ সরকারি জুবলী উচ্চ বিদ্যালয়ের মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img