বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত একটি মারাত্মক ভুল: ইসরাইলি প্রধানমন্ত্রী

ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার সিদ্ধান্তকে একটি মারাত্মক ভুল বলে আখ্যা দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। তিনি বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে একটি মারাত্মক ভুল সিদ্ধান্ত।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ইসরাইলের কান নিউজকে এ কথা বলেন ইসরাইলি প্রধানমন্ত্রী।

এক সময় পুরো জেরুসালেমই ইসরাইলের রাজধানী ছিল দাবি করে বেনেত বলেন, যদিও ফিলিস্তিনিরা পূর্ব জেরুসালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু ফিলিস্তিনিদের এ দাবিকে ইসরাইলী প্রশাসন প্রত্যাখ্যান করেছে। ইসরাইলি কর্তৃপক্ষ পুরো জেরুসালেম শহরকেই তাদের রাজধানী মনে করে থাকে।

এছাড়া ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে আলোচনা করতে চান না বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী। এর কারণ হিসেবে তিনি বলেন, মাহমুদ আব্বাস হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের মাধ্যমে ইসরাইলের সেনা ও কমান্ডারদের বিরুদ্ধে মামলা করেছে। এছাড়া ইসরাইলের সাথে যুদ্ধে মৃত ও আটক ফিলিস্তিনিদের আত্মীয়-স্বজনদের অর্থ সাহায্য করছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।

সূত্র: ইয়েনি শাফাক

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img