শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

আমরা অভ্যন্তরীন ও বহির্গত কোনো প্রকার চাপের কাছে আত্মসমর্পন করব না: এরদোগান

তুরস্ক অভ্যন্তরীন বা বহির্গত কোনো প্রকার চাপের কাছে আত্মসমর্পন করবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

তিনি বলেন, আমরা অভ্যন্তরীন বা বহির্গত কোনো প্রকার চাপের কাছে আত্মসমর্পন করবো না। অভ্যুত্থান ও সাংবিধানিক হস্তক্ষেপের হুমকি সত্ত্বেও আমাদের গণতন্ত্রকে আমরা শক্তিশালী করেছি।

রোববার (১৪ নভেম্বর) ইস্তাম্বুলে তুর্কি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অব পাবলিক সার্ভেন্টস ট্রেড ইউনিয়নসের এক সভায় তিনি এসব কথা বলেন।

এরদোগান বলেন, তুরস্কে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড, অভ্যুত্থানের আওয়াজ ও রাজনৈতিক হানাহানির মাধ্যমে দেশের গণতন্ত্রকে নস্যাতের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, বৈশ্বিক গ্যাংয়ের হুমকি সত্ত্বেও তুরস্ক তার নিজের স্বাধীন প্রতিরক্ষা শিল্প গড়ে তুলেছে। আমাদের প্রতিরক্ষা শিল্পকে আমরা প্রসারিত করে বিশ্বশক্তির কাতারে নিয়ে গেছি বৈশ্বিক গ্যাংয়ের হুমকি সত্ত্বেও। যারা আমাদেরকে তাদের ওপর নির্ভরশীল রাখতে চায়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img