বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

মহানবীকে (সা.) কটূক্তিকারী ভিকারুননিসার শিক্ষককে পুনর্বহালের আদেশ স্থগিত করল আদালত

মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কটূক্তিকারী চাকরিচ্যুত রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে চাকরিতে পূনর্বহালের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে পুর্নবহাল করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানিতে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে ভিকারুননিসার ফেসবুক ম্যাসেঞ্জার গ্রুপে মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কটূক্তির অপরাধে গত ২০ অক্টোবর ভিকারুন নিসার গর্ভনিংবডি সর্ব সম্মতিক্রমে ওই শিক্ষককে চাকরি থেকে অপসারণ (পূর্ণাঙ্গ অর্থনৈতিক সুবিধাসহ) করেন। তবে গত ২ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা গর্ভনিংবডির এই সিদ্ধান্ত স্থগিত করে তাকে চাকরিতে পূনর্বহাল করেন।

এরপর গত ৭ নভেম্বর ওই শিক্ষককে চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। রিটে ওই শিক্ষককে পুনর্বহালে বোর্ডের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করা হয়। সে রিটের শুনানি নিয়ে রুলসহ আদেশ দিলেন হাইকোর্ট।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img