বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

‘ইসলামী শরিয়তের সাথে সাংঘর্ষিক বিষয়গুলো পাঠ্যক্রম থেকে বাদ দেওয়া হবে’

ইনসাফ | আরিফ মুসতাহসান


ইসলামী শরিয়তের সাথে সাংঘর্ষিক বিষয়গুলো উচ্চশিক্ষার পাঠ্যক্রম থেকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছে আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (১৩ সেপ্টেম্বর) আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রী মাওলানা শেখ আব্দুল বাক্বী হক্কানী এ তথ্য জানান।

তিনি বলেন, ছেলেমেয়েদের একসাথে সহশিক্ষা শরিয়ত সম্মত নয়, তাই তা গ্রহণযোগ্য হবে না। এছাড়াও পাঠ্যক্রমে কিছু পরিবর্তন আসবে। আর তা অবশ্যই ইসলামী শরিয়া অনুযায়ী করা হবে।

তিনি আরও বলেন, সরকারি বিশ্ববিদ্যালয়গুলো শিগগিরই খোলা হচ্ছে। হয়তো ১ সপ্তাহের বেশি সময় লাগবে না।

এছাড়াও ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের বিদেশে প্রেরণের পরিকল্পনা রয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।

সূত্র: তোলো নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img