শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

হিজাবসহ মুসলিমদের সমস্ত নিদর্শন ধ্বংস করতে চায় বিজেপি: মেহেবুবা মুফতী

জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি প্রধান মেহবুবা মুফতী বলেছেন, হিজাব ইস্যুতেই বিজেপি থেমে থাকবে না। তারা মুসলিমদের অন্যান্য নিদর্শন ধ্বংস করার চেষ্টা করবে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) তিনি এসব কথা বলেন।

মেহবুবা মুফতী বলেন,বিজেপি শুধু কাশ্মীরের মধ্যেই নয়, গোটা ভারতেই গডসের এজেন্ডা চালাচ্ছে। গডসের এজেন্ডায় মুসলিম ও হিন্দুদের আলাদা করা হচ্ছে। নিজেদের দলকে সশক্ত ও শক্তিশালী করা হচ্ছে। এটা কখনোই স্বীকার করা হবে না

তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। নির্বাচনী এলাকা এমনভাবে নির্ধারণ করা হয়েছে যে অনেক জায়গায় আমরা আমাদের ভোট দিই বা না দিই তাতে কোনো পার্থক্য হবে না।

শ্রীনগরে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস প্রসঙ্গে মেহবুবা মুফতী বলেন, আমরা সীমানা পুনর্বিন্যাস সংক্রান্ত রিপোর্টে বিস্মিত নই। বিজেপির এজেন্ডা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডিলিমিটেশন কমিশন করা হয়েছে। সংবিধানের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই, সবকিছু তছনছ করে রেখেছে। বিজেপির নির্বাচনী এলাকাকে শক্তিশালী করার চেষ্টা তাদের।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img