বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

সম্পর্ক গভীর করতে পাকিস্তানে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

সম্পর্ক গভীর করতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ তার পাকিস্তানী প্রতিপক্ষের আমন্ত্রণে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ইসলামাবাদ সফর করছেন।

এর আগে সোমবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে ইরানি পররাষ্ট্র দফতরের মুখপাত্র সাইদ কাতিবজাদেহ বলেন, পাকিস্তানী প্রতিপক্ষের আমন্ত্রণে পররাষ্ট্রমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে ইসলামাবাদ যাবেন। তিনি একটি রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, সেনাপ্রধানসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে জাভেদ জারিফ বৈঠক করবেন বলে কাতিবজাদেহ জানিয়েছেন।

সম্প্রতি তিনটি লাটিন আমেরিকান রাষ্ট্র—বলিভিয়া, ভেনেজুয়েলা ও কিউবা সফর শেষে দেশে ফিরেছেন জারিফ।

বলিভিয়ায় তিনি প্রেসিডেন্ট-ইলেক্ট লুই আর্চির সঙ্গে সাক্ষাত করে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img