শনিবার, এপ্রিল ২০, ২০২৪

সহিংসতার পথ বেছে নিলে এবার আর বিএনপির অস্তিত্ব থাকবে না: কামরুল ইসলাম

নির্বাচন না করে সহিংসতার পথ বেছে নিলে এবার আর বিএনপির অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন ঢাকা-২ এর সাংসদ ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

তিনি বলেন, এদেশে আর তত্ত্বাবধায়ক সরকারে আসার কোনো সুযোগ নেই। আগামী নির্বাচন একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের মাধ্যমেই হবে। নির্বাচনে অংশগ্রহণ করেন, আমরাও একটি শক্তিশালী বিরোধী দল দেখতে চাই। নির্বাচন না করে সহিংসতার পথ বেছে নিলে এবার আর বিএনপির অস্তিত্ব থাকবে না।

শুক্রবার (১ অক্টোবর) ঢাকার কেরানীগঞ্জে কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, বিএনপি দলটি কাগজের বাঘ। তাদের শুধু আস্ফালন আছে, শক্তি নেই। মানুষ তাদের ডাকে সাড়া দেয় না। বিএনপি দলটি হযবরল দল। ২০০১ সালে ক্ষমতায় এসে ৫ বছর জনগণের ভাগ্য নিয়ে তামাশা করেছে। তারা যুদ্ধ অপরাধী জামাত নেতাদের গাড়িতে বাংলাদেশের পতাকা তুলে দিয়ে মুক্তিযোদ্ধাদের অপমান করেছে। তাদের বাংলাদেশ মানুষ আর চায় না।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img