বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

ধর্মীয় সংখ্যালঘুরা বাংলাদেশে ভালো অবস্থানে আছে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেছেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে ধর্মীয় সংখ্যালঘুরা বাংলাদেশে ভালো অবস্থানে আছেন। মাঝে মাঝে কেউ কেউ ধর্মের নামে কিছু বিব্রতকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করলেও তা বঙ্গবন্ধু কন্যার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে ব্যর্থ হয়।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় কানাডার ৪৩৩ বার্চ মাউন্ট রোডে ‘টরন্টো দুর্গাবাড়ির’ যুগপূর্তি উৎসব উপলক্ষে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল তার বাংলাদেশ হবে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। তিনি সবসময় চাইতেন বাংলাদেশ হবে ধর্ম নিরপেক্ষ একটি দেশ।

তিনি বলেন, যেখানে প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনভাবে তার ধর্ম-কর্ম পালন করতে পারবেন। কেউ কারও ধর্মীয় আচার পালনে বাধা দিতে পারবে না।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img