শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

মাওলানা সালাহউদ্দীনের প্রচেষ্টায় পুনরায় যাত্রা শুরু করলো “মাদরাসাতু জামেউল উলুম আইনুদ্দীন”

দেশের কিংবদন্তী ইসলামী সঙ্গীত শিল্পী মাওলানা আইনুদ্দীন আল আজাদ রহ.-এর নামে প্রতিষ্ঠিত “মাদরাসাতু জামেউল উলুম আইনুদ্দীন” মাদরাসার নতুনকরে শিক্ষা কার্যক্রম উদ্বোধন হয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) ঝিনাইদহ জেলার হাজরাতলা গ্রামস্থ মরহুমের বাড়ির এ মাদরাসাটির শিক্ষা কর্যক্রমণ উদ্বোধণ করা হয়।

দীর্ঘ প্রায় আট বছর পর ইংল্যান্ড প্রবাসী বিশিষ্ট মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাওলানা সালাহউদ্দীন জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠানটি আবারো আলোর মুখ দেখেছে।

“মাদরাসাতু জামেউল উলুম আইনুদ্দীন” এর পুনঃনির্মাণ উদ্বোধনে বক্তারা বলেন, মাদরাসার কাজকে ধরে রাখা আমাদের আবশ্যক। এই মাদরাসার যাবতীয় অসমাপ্ত কাজ আঞ্জাম দিয়ে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে রুপ দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, ইনশা আল্লাহ। এই মাদরাসাটি প্রায় ৮ বছর যাবত অবহেলিত ও পরিত্যাক্ত অবস্থায় পড়ে ছিলো।

মাদরাসাটির শিক্ষা কর্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাওলানা সালাহউদ্দীন জাহাঙ্গীর বিশেষ অতিথি ছিলেন মোঃ শামসুল ইসলাম।

এতে সভাপতিত্ব করেন মাষ্টার শমসের আলী।

অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন ইসলামী সাংস্কৃতিক জোট এর সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, ইসলামী শ্রমিক আন্দোলনের সাবেক কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী আবু সিহাব, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারী মুফতী বশির উদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলার সভাপতি ডাঃ মুনতাজ, মাদ্রাসাতু জামেউল উলুমের সিনিয়র সহ-সভাপতি ও কলরব একাংশের পরিচালক মুহাম্মাদ আবু সুফিয়ান, মাদ্রাসাতু জামেউল উলুম আইনুদ্দীনের সেক্রেটারী মোঃ শামসুল আলম, মাদ্রাসাতু জামেউল উলুম আইনুদ্দীনের কোষাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, আহবান শিল্পীগোষ্ঠীর প্রধান পরিচালক এইচ এম সাইফুল ইসলাম, আইনুদ্দীন আল আজাদ রহ এর শিষ্য কাজী আমীন, ইশা ছাত্র আন্দোলন এর সাবেক সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুল জলিল, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক অর্থ সম্পাদক শফিকুল শফিক ও হোমিও চিকিৎসক ইবরাহীম খলিল প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img