শনিবার, এপ্রিল ২০, ২০২৪

আবারও কাশ্মীরের সাবেক তিন মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি করল ভারত

কাশ্মীরের সাবেক তিন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহকে আবারও গৃহবন্দি করেছে ভারত।

শনিবার (১ জানুয়ারি) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনের তথ্যমতে, সীমানা নির্ধারণ কমিশনের বিরুদ্ধে একটি বিক্ষোভ-প্রতিবাদের প্রস্তাব দিয়েছিলেন তারা। বিক্ষোভ এর প্রস্তাব দেওয়ার তাদেরকে গৃহবন্দি করা হয়। ফারুক আবদুল্লাহ, মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লাহ শ্রীনগরের গুপকর রোডে অবস্থান করছিলেন। ওই এলাকায় রাজনৈতিক নেতাদের বাড়ির সামনে
ভারতীয় নিরাপত্তা বাহিনীর গাড়ি মোতায়েন করেছে। ফলে রাজনৈতিক নেতাদের বাড়িতে কেউ প্রবেশ করতে পারছে না এবং কেউ বাড়ি থেকে বেরও হতে পারছে না।

সম্প্রতি ফারুক আবদুল্লাহর নেতৃত্বে গুপকর জোট কাশ্মীরের বিধানসভায় প্রকাশিত সীমানা নির্ধারণ কমিশনের আসন বণ্টনের বিষয়ে খসড়া প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ ঘোষণা করে। ওই বিক্ষোভ ঠেকাতেই তাদের গৃহবন্দি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে গৃহবন্দি হওয়ার পর ওমর আবদুল্লাহ একটি টুইট বার্তায় তার এবং তার বাবার বাড়ির পরিস্থিতি দেখান।

এই ঘটনার পর, অনেক স্থানে ন্যাশনাল কনফারেন্স এবং পিপলস ডেমোক্রেটিক পার্টির সমর্থকরা বিক্ষোভ করেছে এবং তারা কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি জানায়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img