বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

পুরুষদের দাড়ি রাখার সুপারিশ করা হয়েছে, বাধ্যতামূলক করা হয়নি: আফগান সরকার

তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারের নীতি-নৈতিকতা ও পাপ-প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, পুরুষদের দাড়ি রাখার সুপারিশ করা হয়েছে। দাঁড়ি রাখার বিষয়ে বাধ্যতামূলক করা হয়নি।

শুক্রবার (৩১ ডিসেম্বর) এক বিবৃতিতে ওই মন্ত্রণালয় এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, সরকার দাড়ি রাখার জন্য কাউকে জোর করেনি। কেউ দাড়ি রাখবে কি না সেটা তার তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার।

উল্লেখ্য, নারী মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নীতি-নৈতিকতা ও পাপ-প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয় গড়ে তোলে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার। ইসলাম মোতাবেক জনগণের আচার-আচরণ সংক্রান্ত নির্দেশনা দেওয়াই এ মন্ত্রণালয়ের কাজ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img