শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

গাজা অবরোধের সমাপ্তি ঘটাতে ইসরাইলের ওপর তীব্র চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে হামাস

ফিলিস্তিনের গাজা উপত্যকার ওপর অবরোধের পরিসমাপ্তি ঘটাতে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ওপর তীব্র চাপ সৃষ্টি করার আহ্বান জানিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।

রবিবার (২৯ আগস্ট) এক বিবৃতিতে সংগঠনটির মুখপাত্র ফাওজি বারহুম এ আহ্বান জানান।

হামাস মুখপাত্র বলেন, অনৈতিক অবরোধের পরিসমাপ্তি ঘটাতে সকলকে আমরা নিজ নিজ দায়িত্ব কাঁধে তুলে নিয়ে দখলদারদের বিরুদ্ধে তীব্র চাপ সৃষ্টি করার আহবান জানাচ্ছি।

গাজায় মানবিক সংকট সৃষ্টির জন্য ইসরাইলকে হুঁশিয়ারি করে হামাস মুখপাত্র আরও বলেন, ফিলিস্তিনিরা যতক্ষণ না স্বাধীন ও মর্যাদাপূর্ণ জীবন পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কারো পক্ষে শান্ত ও স্থিতিশীলতা অনুভব করা সম্ভব হবে না। ফিলিস্তিনিরা কখনোই নিজেদের জাতীয় অধিকারের বিপরীতে ইসরাইলী নীতির সাথে আপোষ করবে না।

প্রসঙ্গত, সম্প্রতি ফিলিস্তিনের ভূখণ্ড দিয়ে বিভিন্ন ধরণের পণ্য ও জিনিসপত্র আনা-নেওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে ইসরাইল। এ নিষেধাজ্ঞার পিছনে তাদের বক্তব্য হলো, যতক্ষণ না গাজার শাসক হামাস কর্তৃপক্ষের হাতে আটককৃত ইসরাইলী সেনারা মুক্তি পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা গাজায় নির্মাণ সামগ্রী প্রবেশের অনুমতি দিবে না।

উল্লেখ্য, গাজা উপত্যকায় ২০০৭ সাল থেকে চলমান ইসরাইলী অবরোধের ফলে দুর্ভোগ পোহাচ্ছে সেখানকার ২০ লক্ষাধিক বাসিন্দা। তাদের জীবনযাত্রা দুর্বিষহ করে তুলেছে ইসরাইলের অনৈতিক অবরোধ।

সূত্র: মিডল ইস্ট মনিটর।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img