শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ভোটে অনিয়মের অভিযোগে করা মামলা প্রত্যাহার করলো ট্রাম্প শিবির

মিশিগান অঙ্গরাজ্যে ভোটে অনিয়মের অভিযোগে করা মামলা প্রত্যাহার করে নিয়েছে ট্রাম্প শিবির।

অঙ্গরাজ্যটির সবচেয়ে বড় শহর ডেট্রয়েটের ওয়েইন কাউন্টিতে ভোট গণনা মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে দুই রিপাবলিকান নেতা মনিকা পামার ও উইলিয়াম হার্টম্যান। তাদের দাবি, চাপ দিয়ে তাদের কাছ থেকে ভোটের স্বীকৃতি আদায় করা হয়েছে।

ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ফোন করার পরই দুই রিপাবলিকান বৃহস্পতিবার মত বদলান।

এর আগে মঙ্গলবার, ওই দুই রিপাবলিকানসহ দলের সব নির্বাচনী কর্মকর্তাই ফলাফল মেনে নিয়েছেন বলে বোর্ড থেকে জানানো হয়।

রাজ্য কর্মকর্তারা বলছেন, নিয়ম অনুযায়ী এখন আর স্বীকৃতি ফিরিয়ে নিতে পারবেন না তারা।

মিশিগানে বড় ব্যবধানে ট্রাম্পকে পরাজিত করেছেন জো বাইডেন। চূড়ান্ত ফলাফলের জন্য এখন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর ভোট সার্টিফিকেশনের কাজ চলছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img