শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

আফগানিস্তানে বোমা হামলায় নিহত ১২; হতাহত সরকারি বাহিনীও

আফগানিস্তানের গাড়ি বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ হামলায় অন্তত শতাধিক আহত হয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টার দিকে দেশটির ঘর প্রদেশের রাজধানী ফিরোজ কোহ এলাকায় পুলিশের প্রাদেশিক সদর দফতরে পাশে এ হামলায় হতাহতের ঘটনা ঘটে।

দেশটির মার্কিন মদদপুষ্ট সরকারের প্রাদেশিক স্বাস্থ্য কর্মকর্তা জুমা গুল ইয়াকুবি ফরাসি বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও হতাহত হয়েছেন। এখন পর্যন্ত কোনও গোষ্ঠীই এই হামলার দায় স্বীকার করেনি। তবে গত কিছুদিন ধরে দেশটিতে সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের লড়াই বৃদ্ধি পেয়েছে।

ঘর প্রদেশের সরকারের মুখপাত্র আরেফ আবির বলেন, বিস্ফোরণটি ছিল খুবই শক্তিশালী। সেখানে হতাহতের ঘটনা ঘটেছে। লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img