বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

রোহিঙ্গা সঙ্কট নিরসন না হলে বৈশ্বিক সুরক্ষা ঝুঁকিতে পড়বে: ঢাকা

রোহিঙ্গা সমস্যার সমাধান শিগগিরই না করা গেলে উগ্রপন্থীরা বাস্তুচ্যুতদের সুযোগ নিতে পারে।এতে ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক সুরক্ষা হুমকির মুখে পড়তে পারে’ বলে রবিবার সর্তক করে দিয়েছে বাংলাদেশ।

রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার জন্য আসিয়ানের সকল সদস্যদের সাথে ফিলিপাইনকে মিয়ানমারে ওপর রাজনৈতিক চাপ প্রয়োগ করার অনুরোধ করেছে বাংলাদেশ।

রবিবার ফিলিপাইনের রাষ্ট্রদূত ভিসেন্তে ভিভেনসিও টি বানদিল্লোর মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এ অনুরোধ জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে রোহিঙ্গাদের জন্মস্থান রাখাইন রাজ্যে স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে ফিলিপাইনের সমর্থন চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

মিয়ানমারের সাথে ফিলিপাইন ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাই রোহিঙ্গা সংকট সমাধানে তাই ফিলিপাইনের প্রভাব বাড়ানো উচিত বলে উল্লেখ করেন ড. মোমেন।

মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ভয় দূর করতে বাংলাদেশ দীর্ঘদিন ধরে আসিয়ান-নেতৃত্বাধীন নিরস্ত্র বেসামরিক পর্যবেক্ষক দল গঠনের প্রস্তাব করে আসছে। তবে মিয়ানমার এ প্রস্তাব বাস্তবায়নে এগিয়ে আসছে না।

সেবা খাতে বিশেষত নার্সিং, মেরিন ইঞ্জিনিয়ারিং ও সমুদ্র যোগাযোগের ক্ষেত্রে ফিলিপাইনকে বিশ্বনেতা অভিহিত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ যত তাড়াতাড়ি সম্ভব ফিলিপাইনের সাথে নার্সিং শিক্ষা বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষর করতে আগ্রহী এবং দুই দেশের মধ্যে শিক্ষার্থী ও নার্সদের বিনিময় কার্যক্রম শুরু করতে চায়।

এসময় রাষ্ট্রদূত শিগগিরই সমঝোতা স্মারক সইয়ের প্রয়োজনীয় কাজ শেষ করবেন বলে সমাপ্ত করার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন।

কৃষি প্রক্রিয়াকরণ খাতে দেশটির বিনিয়োগের বিশাল সুযোগ রয়েছে উল্লেখ করে বাংলাদেশে ফিলিপিনো ফ্র্যাঞ্চাইজি জলিবি ও পটেটো কর্নারের আউটলেট খুলার পরামর্শ দেন পররাষ্ট্রমন্ত্রী।

ঢাকায় সাড়ে ছয় বছরের দায়িত্ব পালন শেষে ফিলিপাইনের রাষ্ট্রদূত ভিসেন্তে ভিভেনসিও টি বানদিল্লো এ মাসের শেষের দিকে দেশটিতে ফিরে যাবেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সাথে বিদায়ী বৈঠক করেন।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া টাকা ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া ৮১ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে ১৫ মিলিয়ন মার্কিন ডলার ফেরাতে সহায়তা করায় ফিলিপাইন সরকারকে ধন্যবাদ জানান এবং বাকি অর্থ ফেরাতে ফিলিপাইন সরকারের সহযোগিতা চান পররাষ্ট্রমন্ত্রী।

এসময় ফিলিপাইনের রাষ্ট্রদূত বানদিল্লো বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া অর্থ পুনরুদ্ধারে পুরোপুরি সহায়তার আশ্বাস দেন এবং সে দেশের সরকার তাদের জাতীয় সমস্যা অর্থপাচার মোকাবিলায় বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে।

সূত্র: ইউএনবি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img