মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

আর্মেনিয়া ইতিমধ্যে নতুন যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে: আজারবাইজান

ইনসাফ | সোহেল আহম্মেদ


আর্মেনিয়ান বাহিনী ইতিমধ্যে কয়েক ঘন্টা পুরানো একটি নতুন মানবিক যুদ্ধবিরতি গুরুতরভাবে লঙ্ঘন করেছে।

রবিবার (১৮ অক্টোবর) আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। খবর আনাদোলু এজেন্সি’র।

লিখিত এ বিবৃতিতে আরো বলা হয়েছে, রাতের বেলা শত্রুরা জাবরাইল শহরের আশেপাশে গুলি চালানোর পাশাপাশি আর্টজ নদীর তীরে অবস্থি গ্রামগুলিকে লক্ষ্য করে হামলা করার সময় মর্টার এবং কামান ব্যবহার করে।

উল্লেখ্য, গতকাল আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছিলো, আজারবাইজান প্রজাতন্ত্র এবং আর্মেনিয়া প্রজাতন্ত্র ১৮ অক্টোবর রবিবার মধ্যরাত থেকে একটি মানবিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। কিন্তু ২৪ ঘন্টা পার হওয়ার আগেই আর্মেনিয়ান বাহিনী কর্তৃক গুরুতরভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করার অভিযোগ করে আজারবাইজান। এর আগেও গত ১০ অক্টোবর যুদ্ধবিরতিতে রাজি হয়েছিলো
এ দুইদেশ।

তখনও ২৪ ঘন্টা পার হওয়ার আগেই আর্মেনিয়ান সেনাবাহিনী আজারবাইজানের শহর গঞ্জায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ১০ জনকে হত্যা করে এবং ৩৫ জন আহত করে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img