বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় আলেমদেরকে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানোর অপচেষ্টা চলছে’

দেশের শীর্ষ উলামা-মাশায়েখগণ এক যৌথ বিবৃতিতে বলেছেন, কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনার সাথে এ দেশের
আলেম উলামার কোন সম্পর্ক নেই। ঘটনার পূর্বাপর বিশ্লেষণে বুঝা যায় যে, এতে গভীর কোন রহস্য রয়েছে। ইতিমধ্যে জনমনে এ বিষয়ে বহু প্রশ্ন ও সংশয় তৈরি হয়েছে। যেমন- ইসলামবিরোধী ভাস্কর্য ও মূর্তিবিরোধী আন্দোলন চলমান থাকা অবস্থায় কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য অরক্ষিত থাকলো কীভাবে? তাছাড়া যে
সিসিটিভি ফুটেজ দেখানো হচ্ছে, সেটা স্বাভাবিক ধারণকৃত সিসিটিভি ফুটেজ নয় বলে অনেকে প্রশ্ন তুলেছেন। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, উদোর পিন্ডি বুধোর ঘাড়ে
চাপানোর মতো কুষ্টিয়ার ঘটনায় আলেম সমাজকে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানোর অপচেষ্টা চলছে। সঙ্গত কারণে আমরা কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙচুরের ঘটনার বিচারবিভাগীয় তদন্তের মাধ্যমে মূল রহস্য উদ্ঘাটন এবং প্রকৃত দোষীদেরকে আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।

সোমবার (৭ ডিসেম্বর) মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে শীর্ষ উলামা মাশায়েখগণ এসব কথা বলেন।

বিবৃতিতে দেশের শীর্ষস্থানীয় আলেমদেরকে হয়রানীমূলক মিথ্যা মামলায় জড়ানোর অপচেষ্টার তীব্র নিন্দা জানানো হয় এবং সর্বস্তরের মুসলমানদেরকে সর্বক্ষেত্রে
দৃঢ়পদে ঐক্যবদ্ধ থেকে সর্বোচ্চ সতকর্ততা অবলম্বনের আহ্বান জানানো হয়। সেই সাথে সরকার দলীয় নেতৃবৃন্দের প্রতি গায়ে পড়ে ঝগড়া বাঁধানোর পথ পরিহার করে
ন্যায়সঙ্গত ও সংযত আচরণ করার অনুরোধ করা হয়। অন্যথায় পরিস্থিতির অবনতি হলে তার দায় দায়িত্ব তাদেরকেই নিতে হবে বলেও বিবৃতিতে সতর্ক করা হয়।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন- আল্লামা নূর হোসাইন কাসেমী, আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, আল্লামা নূরুল ইসলাম জেহাদী, মাওলানা আবদুল হামিদ (মধুপুরের পীর), মাওলানা আবুল কালাম, মাওলানা আরশাদ রহমানী, মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা আবদুল আউয়াল, মাওলানা মাহফুজুল হক, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা হাফেজ নাজমুল হাসান, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মুফতি মনির হোসাইন কাসেমী, মুফতি জাকির হোসাইন কাসেমী, মাওলানা সানাউল্লাহ মাহমূদী, মাওলানা জালাল আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন ও মাওলানা বশীরুল্লাহ প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img