বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

এরা ধর্মের অপব্যাখ্যা দিয়ে ধর্ম অবমাননা করছে: জাসদ

জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনা সমগ্র জাতিকে চরমভাবে ব্যথিত করেছে। বঙ্গবন্ধুকে অস্বীকার করা মানে বাংলাদেশকে অস্বীকার করা। ভাস্কর্যবিরোধীরা বাংলাদেশ রাষ্ট্র, সংবিধান, মুক্তিযুদ্ধ কিছুই মানে না। নারীদের অসম্মান করে এরা ধর্মের অপব্যাখ্যা দিয়ে ধর্ম অবমাননা করছে, এদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করতে হবে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) বঙ্গবন্ধু এভিনিউ জাসদ কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

জাসদ নেতা বলেন, রাজনৈতিক মোল্লাদের ছাড় দেওয়া বা আপোস করার কোনো সুযোগ নেই। এরা ক্ষমার সুযোগ নিয়ে ক্ষমাকারীকে হত্যা করে, গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রের পিঠে ছোবল হানে।

জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- জাসদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন প্রমখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img