শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

দেশে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯.৬

দেশের সর্বোত্তরের উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

দেশে এটিই এই শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বলে নিশ্চিত করেছে আবহাওয়া অফিস।

এর আগে গত ২৩ নভেম্বর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নওগাঁওয়ের বদলগাছিতে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সেদিন তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম দিক থেকে হিমালয় পর্বতের হিমেল বাতাস ও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমাগত কমে আসায় তাপমাত্রা কমে আসছে হিমালয়ের পাদদেশে অবস্থিত উত্তরের এই জনপদে। এই জনপদে ক্রমান্বয়ে শীতের তীব্রতা বাড়বে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে তেঁতুলিয়ায় গত কয়েক দিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই উঠানামা করছে। কিন্তু গত শুক্রবার হঠাৎ করেই সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে উঠে। এরপর একদিনেই সেই তাপমাত্রা নেমে আসে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img