শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

প্রশিক্ষণের সময় আরব সাগরে বিধ্বস্ত ভারতের মিগ-২৯; ১ পাইলট নিহত

প্রশিক্ষণ চলাকালে আরব সাগরে বিধ্বস্ত হয়েছে ভারতীয় নৌবাহিনীর মিগ ২৯-কে জঙ্গিবিমান। দুর্ঘটনায় নিহত হয়েছেন এক চালক, খোঁজ মেলেনি তার সঙ্গীর।

সূত্র জানায়, আইএনএস বিক্রমাদিত্য থেকে উড়েছিলো রাশিয়ার তৈরি জঙ্গি বিমানটি। এটি বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টা নাগাদ আরব সাগরে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় এর এক পাইলটের। তার লাশ উদ্ধার করা হয়েছে।

এবার সাগরে ভেঙে পড়া যুদ্ধবিমানের আরেক পাইলটের খোঁজ পাওয়া যায়নি। তার সন্ধানে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

এই নিয়ে গত এক বছরে তিন বার ভারতের মিগ ২৯-কে’র দুর্ঘটনা ঘটল। গত বছরের নভেম্বরে গোয়ার ডাবোলিমে রুটিন প্রশিক্ষণ চলাকালে টেক অফের কিছু পরেই মিগ ২৯-কে ভেঙে পড়েছিল।

এরপর গত ফেব্রুয়ারি মাসে গোয়ায় ফের একই ঘটনা ঘটে। তবে এই দুই ক্ষেত্রেই পাইলটদের কোনও ক্ষতি হয়নি। নিখোঁজ পাইলটের সন্ধান পেতে নৌবাহিনী সারভেইল্যান্স এয়ারক্রাফট মোতায়েন করেছে।

সূত্র: পিটিআই

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img