শনিবার, এপ্রিল ২০, ২০২৪

ভাস্কর্য বিরোধী মিছিল থেকে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দিতে হবে: ইশা ছাত্র আন্দোলন

শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুম’আ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সাধারণ ছাত্রদের মুর্তিবিরোধী মিছিলে পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

আজ শনিবার (২৮ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নূরুল করীম আকরাম বলেন, মুর্তি বিরোধী কর্মসূচিতে পুলিশী হামলা কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারে না।

নেতৃদ্বয় আরও বলেন, কোন মুসলমান মূর্তি বা ভাস্কর্যের পক্ষে অবস্থান নিতে পারে না। শান্তিপূর্ণ মিছিলে পুলিশের হামলায় স্পষ্টভাবেই সরকার নাস্তিক-মুরতাদ ও শয়তানী শক্তির পক্ষে অবস্থান প্রকাশ নিয়েছে। যা বাংলাদেশের মাটি ও মানুষের বোধ-বিশ্বাসের বিপরীত।

নেতৃদ্বয় হুশিয়ারি বাক্য উচ্চারণ করে বলেন, দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারকৃত মাদরাসা ছাত্র এবং ধর্মপ্রাণ মুসল্লিদের মুক্তি দিতে হবে। অন্যথায় রাজপথে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img