বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

তুর্কী সাইপ্রাসের নির্বাচন; ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে এরদোগানের আরেকটি বিজয়

তুর্কি প্রজাতন্ত্র উত্তর সাইপ্রাসের নির্বাচনে তুরস্ক সমর্থিত প্রার্থী এরসিন তাতার ৫১ দশমিক ৭৪ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ইউরোপীয় ইউনিয়নপন্থী মুস্তাফা আকিনজি ৪৮ দশমিক ২৬ শতাংশ ভোট পেয়েছেন।

এরসিন তাতার বর্তমান প্রধানমন্ত্রী এবং তুরস্ক সরকারের সমর্থিত প্রার্থী। অন্যদিকে মুস্তাফা আকিনজি বর্তমান প্রেসিডেন্ট এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সমর্থন ছিল তার প্রতি।

এরসিন তাতার গত পাঁচ বছরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তুরস্কের কট্টর সমর্থক হিসেবে পরিচিত। অন্যদিকে গত ৫ বছর প্রেসিডেন্ট থাকা অবস্থায় মুস্তাফা আকিনজি তুরস্কের বিরুদ্ধে গিয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষে অবস্থান নেন।

বিশ্লেষকরা মনে করছেন, ইউরোপীয় ইউনিয়নপন্থী মুস্তাফা আকিনজির পরাজয়ে তুরস্ক সমর্থিত প্রার্থী এরসিন তাতারের জয়ের মাধ্যমে মূলত; তুর্কি সাইপ্রাস এবং পূর্ব ভূমধ্যসাগর অঞ্চলে তুরস্কের অবস্থান আর শক্তিশালী হলো।

তারা মনে করছেন, তুর্কী সাইপ্রাসের নির্বাচনের এ ফলাফল মূলত গ্রীস, গ্রীক সাইপ্রাস এবং ফ্রান্সের বিরুদ্ধে এরদোগানের আরেকটি বিজয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img