শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

মহানবী(সা.)-কে অবমাননার প্রতিবাদে কক্সবাজারে ইসলামী ছাত্রসমাজের বিক্ষোভ

মাহবুবুল মান্নান


ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম অবমাননার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা।

সোমবার ( ২ নভেম্বর) বাদে আছর শহরের লালদিঘীর পূর্ব পাড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে কক্সবাজার পৌরসভা গেইটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলকারীরা রাসুলে কারীম স. এর অবমাননাকারী অসভ্য ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদী স্লোগানে রাজপথ প্রকম্পিত করেন।

জেলা ইসলামী ছাত্রসমাজের সভাপতি হাফেজ মুহাম্মদ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিলোত্তর বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির যুগ্ম-মহাসচিব ও কক্সবাজার জেলা আমীর মাওলানা হাফেজ ছালামতুল্লাহ। তিনি বলেন, ফ্রান্স রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাসুলে কারীম স. এর চরম অবমাননা করে দুইশ কোটি মুসলমানের হৃদয় আঘাত হেনেছে। এমতাবস্থায় কোন মুসলমান নিরব বসে থাকতে পারেন না। নবী কারীম স. এর শান-মান রক্ষায় জানমালসহ সর্বোচ্চ কুরবানী দিতে নবীপ্রেমিক জনতা প্রস্তুত। তিনি অনতিবিলম্বে ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করা, রাষ্ট্রীয়ভাবে নবী করীম স. এর অবমাননার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহন এবং ফ্রান্সের সবধরণের পণ্য বর্জন করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবী জানান। সেই সাথে নবীপ্রেমিক তৌহিদী জনতাকেও এসব দাবিতে সোচ্চার হওয়ার আহবান জানান।

জেলা ইসলামী ছাত্রসমাজের সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত মিছিলোত্তর সমাবেশে প্রধান বক্তা ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। তিনি বলেন,অনতিবিলম্বে মহানবী স. এর অবমাননা বন্ধ না করলে তৌহিদী জনতার আন্দোলনের দাবানলে ফ্রান্সের মসনদ পুড়ে ছারখার হয়ে যাবে ইনশাআল্লাহ।

বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, জেলা নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফরিদুল হক, মাওলানা মাহবুব উল্লাহ নোমানী, কক্সবাজার শহর আমীর মাওলানা নুরুল হক চকোরী, ইসলামী যুবসমাজ নেতা মাওলানা হাফিজ উদ্দিন, মাওলানা আব্দুল গফুর। ছাত্রনেতাদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রসমাজের জেলা যুগ্ম সম্পাদক মুহাম্মদ জায়নুল আবেদীন, রামু উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল করিম, সদর উপজেলার মুহাম্মদ আমিনুল্লাহ, শহর আহবায়ক এহছানুল হক, রামু উপজেলার মুহাম্মদ আব্দুল্লাহ হোসাইনী, সাইফুল ইসলাম, সিরাজুল মোস্তফা, ঝিলংজা ইউনিয়ন শাখার মুহাম্মদ ইউনুছ, সাইফুল ইসলাম প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img