শনিবার, এপ্রিল ২০, ২০২৪

করোনা: বিশ্বব্যাপী ১১ লাখ ৯৯ হাজারের বেশি মানুষের মৃত্যু

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১১ লাখ ৯৯ হাজার ৬৯৩ জনে দাঁড়িয়েছে।

সোমবার (০২ নভেম্বর) সকাল পর্যন্ত জেএইচইউ এর তথ্য অনুযায়ী, সারা বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৪ কোটি ৬৪ লাখ ৩৭ হাজার ৬১৫ জনে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা, ভারত এবং ব্রাজিল।

আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে আমেরিকা। এ পর্যন্ত দেশটিতে ৯২ লাখের বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৩০ হাজার ৯৬৭ জন।

আমেরিকার পর ভারতে প্রায় ৮২ লাখ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছে ১ লাখ ২২ হাজার ১১১ জন।

ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৫৫ লাখ ৪৫ হাজার ৭০৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষের।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img