বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

সৌদি ও আমিরাতে ইয়েমেনের শিয়া হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা; বাংলাদেশি আহত

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র শিয়া হুথি বিদ্রোহীরা।

সোমবার (২৪ জানুয়ারি) এক বিবৃতিতে আমিরাতের প্রতিরক্ষামন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, হুথিদের নিক্ষেপ করা দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে তারা। প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দুবাইয়ের একাধিক জায়গায় পড়েছে।

অন্যদিকে রবিবার সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেশটির দক্ষিণ দিকে পড়েছে। এতে বাংলাদেশিসহ এক সুদানের নাগরিক আহত হয়েছেন। যানবাহনসহ বেশ কিছু স্থাপনা ক্ষয়ক্ষতির খবর দিয়েছে দেশটি। হামলায় আহত বাংলাদেশির পরিচয় প্রকাশ করেনি সৌদি সরকার।

সৌদি জোটের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্র দাহরান আল জানুব এলাকা লক্ষ্য করে চালানো হয়। তবে সৌদির প্রতিরক্ষা বিভাগ তা ধ্বংস করতে সক্ষম হয়েছে।

এদিকে সৌদি আরব এবং সংযুক্ত আমিরাত লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার দায় স্বীকার করেছেন ইরান সমর্থিত শিয়া হুথি বিদ্রোহীদের মুখপাত্র।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img