বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

জুম’আর খুতবায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিতে ইমামদের প্রতি তালেবানদের আহ্বান

দীর্ঘ ২০ বছর পর তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল জয় করে গত রোববার। এরপর প্রথম জুম’আর নামাজ অনুষ্ঠিত হবে আজ। জুম’আর খুতবায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিতে ইমামদের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে।

গত ১৫ আগস্ট কাবুল জয়ের পর বুধবার প্রথম সংবাদ সম্মেলনে তালেবান ঐক্য ও শান্তির ডাক দিয়েছিল। এছাড়াও নগরীতে প্রবেশ করে সাধারণ ক্ষমা ঘোষণা করে তারা।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তান যাতে একটা যুদ্ধ ক্ষেত্র বা সংঘাতের দেশ না হয় সেটা আমরা নিশ্চিত করতে চাই। আমাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে, তাদের সবাইকে আমরা ক্ষমা করেছি। আমরা শত্রুতার অবসান চাই। আমরা ঘরে ও বাইরে কোথাও কোনো শত্রু চাই না। কাবুলে আমরা কোনো বিশৃঙ্খলা চাই না।

শুক্রবার জুমার নামাজের আগেও তেমনি আফগান ঐক্যের তাগিদ দিয়েছে তালেবান। লোকজন যেন আফগানিস্তান ছেড়ে না যায়, তা বোঝাতে ইমামদের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img