শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

সিরিয়ার ইদলিবে শহীদ মুরসি রহ. এর নামে এতিমখানা প্রতিষ্ঠা করেছে তুরস্ক

ইনসাফ | সোহেল আহম্মেদ


মিশরের সাবেক প্রেসিডেন্ট শহীদ মুহাম্মাদ মুরসি রহ. এর নামে সিরিয়ার উত্তর-পশ্চিমের শহর ইদলিবে একটি এতিমখানা প্রতিষ্ঠা করেছে তুরস্কের একটি দাতা সংস্থা। খবর মিডলইস্ট মনিটরের।

তুর্কি দাতা সংস্থা ওজগুর-দেয়ার এবং ফেটিহ্ডার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় গত সপ্তাহে মাশহাদ রুহিনে এই এতিমখানাটি চালু করেছে তুরস্ক সরকারের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনার প্রেসিডেন্সি।

ফেটিহডার অ্যাসোসিয়েশন জানিয়েছে, এটিতে এতিম শিশু ও তাদের পরিবারকে বাস করতে দেওয়া হবে। এতিমখানা কমপ্লেক্সে একটি মসজিদ এবং একটি স্কুলসহ ২০০টি বাড়ি রয়েছে। এই এতিমখানায় সিরিয়ার অনাথদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করার চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, শহীদ মুহাম্মাদ মুরসি রহ. ২০১২ সালে মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন। তিনি মাত্র এক বছর দেশ শাসন করেন। এরপর ২০১৩ সালের জুলাই মাসে বিশ্বাসঘাত ও মিশরের বর্তমান স্বৈরশাসক আব্দেল ফাত্তাহ আল-সিসির নেতৃত্বে অবৈধভাবে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর ২০১৪ সালে বিশ্বাসঘাতক সিসি মিশরের ক্ষমতা দখল করে। এবং শহীদ মুরসি রহ. এর দল

সূত্র: মিডলইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img