শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

লিবিয়ার যুদ্ধবিরতি চুক্তি নির্ভরযোগ্য বলে মনে হচ্ছে না: এরদোগান

ইনসাফ | সোহেল আহম্মেদ

তুরস্কের প্রেসিডেন্ট ও মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা রজব তাইয়েব এরদোগান বলেছেন, লিবিয়ার যুদ্ধরত দলগুলির মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি নির্ভরযোগ্য বলে মনে হচ্ছে না। খবর আনাদুলো এজেন্সির।

শুক্রবার (২৩ অক্টোবর) তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে জুম’আর নামাজ আদায় শেষে সাংবাদিকদের সাথে এ কথা বলেন তিনি।

এরদোগান বলেন, যুদ্ধবিরতি চুক্তি সর্বোচ্চ পর্যায়ের হয়নি। সময়েই দেখা যাবে যে এটি কত সময় স্থায়ী হয় এবং কতো নিচু স্তরের চুক্তি এটি।

তিনি বলেন, যুদ্ধবিরতি যুক্তি তো আর্মেনিয়াও করেছিলো। কিন্তু বারবার তারা চুক্তি লঙ্ঘন করেছে এবং তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। যা হোক, আমি আশা করি যে লিবিয়ার ক্ষেত্রে এমনটি ঘটবে না। তারা যুদ্ধবিরতির সিদ্ধান্ত পুরোপুরি অনুসরণ করবে।

উল্লেখ্য, সম্প্রতি লিবিয়ায় জাতিসংঘের বিশেষ দূত দেশটির দুটি প্রধান যুদ্ধবিরোধী পক্ষ যুদ্ধবাজ খলিফা হাফতারের প্রতিনিধিদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছে।

২০১১ সালে তেলসমৃদ্ধ দেশ লিবিয়ার দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করে ন্যাটো বাহিনী। তখন থেকেই দেশটি টালমাটাল হয়ে পড়েছে। কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই। এক এক এলাকা শাসন করছে এক এক সরকার। মুলত তখন থেকেই লিবিয়া দুটি অংশে বিভক্ত হয়ে পড়েছে। একটি অংশের নাম হয়েছে পূর্বাঞ্চলীয় প্রশাসন। আরেকটি অংশ হয়েছে পশ্চিমাঞ্চলীয় প্রশাসন। পূর্বাঞ্চলীয় সরকারকে সমর্থন করছে সশস্ত্র গ্রুপগুলো। এর নেতৃত্বে রয়েছে কমান্ডার যুদ্ধবাজ খলিফা হাফতার।

অন্যদিকে পশ্চিমাঞ্চলে ক্ষমতায় রয়েছেন জাতিসংঘ সমর্থিত সরকার। এই সরকারকে গভর্নমেন্ট অব ন্যাশনাল একর্ডের (জিএনএ) বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। গত প্রায় পাঁচ বছর ধরে দেশটিতে আন্তর্জাতিক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে আসছে যুদ্ধবাজ খলিফা হাফতার। এই যুদ্ধবাজ বিদ্রোহীকে মদদ দিয়ে যাচ্ছে মিশর, রাশিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাতসহ ইউরোপের বেশ কিছু দেশ।

তাদের সামরিক সহযোগিতায় লিবিয়ার পূর্বাঞ্চল দখল করে নেয় হাফতার। সম্প্রতি তুরস্ক জিএনএ সরকারের সমর্থনে লিবিয়ায় সেনা পাঠালে পুনরায় বেশ কিছু শহর নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন আন্তর্জাতিক স্বীকৃত ত্রিপোলি সরকার।

হাফতার গত বছরের এপ্রিল থেকে লিবিয়ার রাজধানী ত্রিপোলি দখল করার চেষ্টা করছে। তবে যুদ্ধবাজ হাফতারের মিলিশিয়া বাহিনী সম্প্রতি অনেকটা প্রতিহত হয়েছে, কারণ লিবিয়ান সরকারের সেনাবাহিনী রাজধানী তারহুনা, বনি ওয়ালিদ, ওয়াটিয়া এয়ার বেস এবং পশ্চিম পর্বত জেলার শহরগুলি ইতিমধ্যে তাদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে।

এর আগে মিশরের স্বৈরশাসক আব্দেল ফাত্তাহ আল-সিসি রাজধানী কায়রোতে বৈঠক করে লিবিয়ার বেনগাজির উপজাতির নেতাদের জাতিসংঘ সমর্থিত সরকারের বিরুদ্ধে উসকে দেয়। এছাড়া তাদের অস্ত্র দিয়ে সিসি যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করে।

এদিকে দেশটির আন্তর্জাতিক স্বীকৃত জিএনএ সরকারকে সমর্থন দিচ্ছে তুরস্ক ও কাতার। এ বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এক বক্তব্যে বলেছিলেন, ৫০০ বছরেরও বেশি সময় ধরে লিবিয়ার সাথে আমাদের ভ্রাতৃত্বের সম্পর্ক। আমরা আমাদের লিবিয়ান ভাইদের একা ছেড়ে যাব না। লিবিয়ার ব্যাপারে তুরস্ক যে দায়িত্ব আজ অবধি পালন করে আসছে, ভবিষ্যতেও তা নিষ্ঠার সাথে পালন করে যাবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img