শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

জনগণের অধিকার দিতে ব্যার্থ সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই: আল্লামা হাফেজ্জী

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, সারাদেশে নারী নির্যাতন-ধর্ষণ বন্ধ হচ্ছে না, খাদ্যদ্রব্যের মূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, পুলিশ হেফাজতে যুবক রায়হানকে হত্যা করা হয়েছে ও সীমান্তে বি এস এফ কতৃক নাগরিক হত্যা বন্ধ হচ্ছে না। সরকার জনগণের জান- মালের নিরাপত্তা দিতে ব্যার্থ হয়েছে। এ ব্যার্থ ও অযোগ্য সরকারের আর এক মূহুর্তও ক্ষমতায় থাকার অধিকার নেই।

শুক্রবার (২৩ অক্টোবর) খাদ্যদ্রব্যের উর্ধ্বগতি, সারাদেশে অব্যাহত নারী নির্যাতন-ধর্ষণ, পুলিশ হেফাজতে ও সীমান্তে বিএসএফ কতৃক নাগরিক হত্যার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ তিনি এসব কথা বলেন।

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, একদিকে দেশের জনগণ যখন খুন ও ধর্ষণের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছে অপরদিকে জনগণের নিরাপত্তায় নিয়োজিত থানা-পুলিশেও জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ। জনগণের দঃখ- কষ্ট লাগবে এবং জান-মালের নিরাপত্তার প্রতি সরকারের মোটেও গরজ নেই।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img