বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

ইসলাম নিয়ে নেতিবাচক মন্তব্য করার স্পর্ধা দেখালেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

ইসলাম নিয়ে নেতিবাচক মন্তব্য করার স্পর্ধা দেখালেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

শুক্রবার তিনি বলেছেন, ‘পুরো বিশ্বেই আজ সংকটের মুখে রয়েছে ইসলাম ধর্ম’। খবর মিডল ইস্ট আইয়ের।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘চরম কঠোর অবস্থানের কারণে সংকটে পড়েছে ইসলাম ধর্ম।’

ফ্রান্সে সেক্যুলারিজমকে শক্তিশালী করতে তার সরকার এ বছরই একটি খসড়া আইন পেশ করবে বলেও জানান তিনি।

ম্যাক্রোঁর ভাষায়, ‘দেশটিতে ইসলামিস্ট সেপারাটিজম মোকাবিলায় এই পদক্ষেপ নেয়া হচ্ছে’।

তিনি বলেন, ‘পুরো বিশ্বেই আজ সংকটের মুখে রয়েছে ইসলাম ধর্ম, শুধু আমাদের দেশেই এটা দেখা যাচ্ছে না।’

ম্যাক্রোঁ বলেছেন, ‘ফ্রান্সে ক্রমবর্ধমান ইসলামী চরমপন্থা ঠেকাতে এবং একসঙ্গে বাস করার ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১৯০৫ সালের একটি আইনে পরিবর্তন আনা হবে। ওই আইনের মাধ্যমে ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে চার্চ ও রাষ্ট্রকে আলাদা করা হয়।’

তিনি আরও বলেন, ‘এই আইনে সবাইকে তাদের ধর্ম বিশ্বাস বেছে নেয়ার অনুমতি দেয়া হয়েছে। তবে স্কুল বা সরকারি চাকরিতে ধর্মীয় কোনও চিহ্ন বহনের ক্ষেত্রে নিষেধ করা হয়েছে এই আইনে।’

এর আগেও কয়েকবার ইসলাম ধর্ম ও মুসলিমদের নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন ম্যাক্রো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তৈরি করা ব্যঙ্গ চিত্রের বিষয়ে প্রতিবাদ জানাতেও অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি, বরং এর পক্ষে সাফাই গেয়েছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img