শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

ক্রুসেড বাহিনীকে পরাজিত করে আল কুদস পুনরুদ্ধার করেন সালাহ উদ্দীন আইয়ুবী

আজকের এই দিনে অর্থাৎ ২ অক্টোবর, ১১৮৭ খৃষ্টাব্দ (২৭ রজব ৫৮৩ হিজরি) সম্মিলিত ক্রুসেড বাহিনীকে পরাজিত করে পবিত্রভূমি আল কুদস (জেরুসালেম) পুনরুদ্ধার করেন মুসলিম জাতির মহান বীর সুলতান সালাহ উদ্দীন আইয়ুবী (রহ.)।

এর মধ্যে দিয়ে ৮৮ বছর পর আল কুদস (জেরুজালেম) পুনরায় মুসলিমদের দখলে আসে। এখানে রয়েছে মুসলিমদের প্রথম ক্বিবলা পবিত্র মসজিদুল আকসা।

কিন্তু মুসলিম বিশ্বের পারস্পরিক অনৈক্য ও দুর্বলতার সুযোগে সুলতান সালাহউদ্দীন আইয়ুবী কর্তৃক পবিত্র বাইতুল মুকাদ্দাস নিয়ন্ত্রণে নেয়ার প্রায় ৮০০ বছর পর এবং ইসলামী খেলাফত ধ্বংসের ৪৩ বছর পর পবিত্র বাইতুল মুকাদ্দাস আর মসজিদুল আকসা আবার চলে যায় বিধর্মীদের হাতে।

খৃষ্টান ও ইহুদী সন্ত্রাসবাদীরা সেখানে আবার তাদের জুলুম কায়েম করেছে।

সালাহউদ্দীন আইয়ুবী (রহ.) এর পুরো নাম আবু-নাসির সালাহউদ্দিন ইউসুফ ইবনে আইয়ুব। তিনি ছিলেন মিশর ও সিরিয়ার প্রথম সুলতান এবং আইয়ুবীয় রাজবংশের প্রতিষ্ঠাতা। পাশ্চাত্যে তিনি সালাদিন বলে পরিচিত।

সালাহউদ্দীন আইয়ুবী (রহ.) ছিলেন মুসলিম, আরব, তুর্কি ও কুর্দি সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ১১৯৩ সালে তিনি দামেস্কে মৃত্যুবরণ করেন। তার

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img