বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

কুরুচিপূর্ণ ভিডিও ছড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার

অনলাইনে কুরুচিপূর্ণ ভিডিও ছড়িয়ে দিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণাসহ ব্ল্যাকমেইলের অভিযোগে রাজধানীর পল্টন এলাকা থেকে এনায়েত কবির (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

অভিযানে গ্রেফতার এই প্রতারকের কাছ থেকে ১টি মোবাইল ফোন, ৫টি সিমকার্ড এবং ১টি মেমোরিকার্ড উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোবাইলফোনের গ্যালারিতে এবং মেমোরিকার্ডে বিভিন্ন ধরনের অশ্লীল, কুরুচিপূর্ণ, ছবি ও ভিডিও কন্টেন্ট পাওয়া গেছে।

বিষয়টি র‌্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে পল্টন মডেল থানাধীন জিপিও মেইন গেইটের সামনে অভিযান চালিয়ে পর্নোগ্রাফি চক্রের সদস্য ও প্রতারক কবিরকে গ্রেফতার করে র‌্যাব-৩ এর একটি টিম।

তিনি কুরুচিপূর্ণ ও বিভিন্ন অশ্লীল ছবি-ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে নামে-বেনামে আইডি খুলে তা বিভিন্ন ব্যক্তিকে দিয়ে আসছিলেন। এছাড়াও এসব ছবি-ভিডিও দিয়ে অশ্লীল কথাবার্তা বলতেন তিনি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img