মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

হেফাজত নেতা মাওলানা কোরবান আলীর গ্রেফতারের ঘটনায় আল্লামা নুরুল ইসলামের নিন্দা

হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরীর সহসভাপতি মাওলানা কোরবান আলীকে গ্রেফতারের নিন্দা জানিয়েছেন সংগঠনের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম।

আজ (২০ এপ্রিল) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, মিথ্যা ও হয়রানিমূলক মামলা একের পর এক হেফাজতের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে সরকার। এরই ধারাবাহিকতায় হেফাজতের ঢাকা মহানগরীর সহসভাপতি মাওলানা কোরবান আলী গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

মাওলানা কোরবান আলী একজন প্রসিদ্ধ আলেমে দ্বীন। এমন একজন আলেমকে এভাবে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া দেশের ইসলাম প্রিয় তৌহিদী জনতার আবেগ অনুভূতিকে আঘাত করার শামিল।

হেফাজত মহাসচিব বলেন, পবিত্র রমজান মাস চলছে। এই মাসে মানুষ ইবাদত বন্দেগী করে কাটায়। এই মাসে আলেম-উলামাদের এভাবে হয়রানি কোনভাবেই মেনে নেওয়া যায় না। আমরা সরকারকে বলব, অনতিবিলম্বে এসব গ্রেতার কার্যক্রম বন্ধ করুণ। মানুষকে ইবাদত বন্দেগীর সুযোগ দিন, এভাবে হয়রানি করবেন না।

আল্লামা নুরুল ইসলাম ইতিপূর্বে গ্রেপ্তার হওয়া হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনাইদ আল হাবীব, কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর সেক্রেটারি মাওলানা মামুনুল হক, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মুফতী সাখাওয়াত হুসাইন রাজী ও মাওলানা জালাল আহমদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, ঢাকা মহানগর সহসভাপতি মাওলানা যুবায়েদ আহমদ, কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক মুফতী ইলিয়াস হামিদী, কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মুফতী শরীফউল্লাহসহ গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি জানান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img