শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় ২০০ জন নিহত

সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় পালমিরা শহরের কাছে রাশিয়ার যুদ্ধবিমান বড় ধরনের হামলা চালিয়েছে। এতে অন্তত ২০০ নিহত হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে নিহতদের সন্ত্রাসী হিসেবে দাবি করা হলেও স্থানীয় সূত্রে ওই হামলায় দেশটির সাধারণ নাগরিক হত্যার খবর পাওয়া যায়।

সোমবার (১৯ এপ্রিল) রাতে এ হামলার ঘটনা ঘটে।

সিরিয়ায় রাশিয়ান সেন্টার ফর রিকনসিলিয়েশনের উপপ্রধান আলেকজান্ডার কারপভ বলেন, রাশিয়ার বিমান বাহিনীর কয়েকটি যুদ্ধবিমান এই হামলায় অংশ নেয়।

সিরিয়া যুদ্ধে সুন্নি মুসলিম গণহত্যার খলনায়ক ও দেশটির স্বৈরশাসক বাশার আল আসাদের পক্ষে যুদ্ধ করছে রাশিয়া।

বাশার আল আসাদ সিরিয়াতে দীর্ঘ দশটি বছর ধরে গৃহযুদ্ধ লাগিয়ে রাখছে। এ যুদ্ধে অন্তত ১০ হাজার শিশু প্রাণ হারিয়েছে বলে গত ১২ মার্চ এক প্রতিবেদনে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ জানিয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img